এ কোন বিজয় উৎসব , এ কোন স্বরাজ –
কেন লঙ্ঘিত মানবিকতা, অবাধ পাপাৎরাজ ?
লোভের ডানায় মৃত্যুর আর্তনাদ , মায়ের চোখে জল –
বেইজ্জত , অনাহার কে চেয়েছিল বল ?
শপথের কথা দূষিত আকাশে , বৃথাই আজ আত্মদান ,
পূর্বপুরুষ গুমরি কাঁদে সহেনা ভগবান ।
পরাধীন দেশে প্রেম ছিল অভিশপ্ত ,
মৃত্যুর পথে ছিল কত বাঁধা কত রক্ত ,
মহামিলনের স্বপ্ন সেদিন নিরুপায় –
আজ স্বরাজ দেখি অত্যাচারীর হাতে অসহায় ।
এমন দেশটির জন্যেই কি এত রক্তদান
কে চেয়েছিল এমন স্বরাজ কেন এত শয়তান?
এ কোন সকাল আসে অবিরত ,
চোখে জল , হতাশা , বুকে নিয়ে ক্ষত ,
প্রভাতের খবরে একরাশ মৃত্যু, চাই নাত –
এত নৃশংসতা , এত হিংসা , নিস্ফল হতাহত ।
আজিকের এই মেঘলার বিদায় বেলায় –
দূরহোক অবক্ষয় , দুর্জয় সূর্যকিরণে আর মানবিকতার করাঘাতে –
ফিরুক প্রেম , একতার বন্ধনে বাঁচার আশা ,
সেই দিনের অপেক্ষায় রেখেছি সবটুকু ভালোবাসা ।
অগ্নিশুদ্ধি হোক , মৃত্যু নয়তো –
আগুন ফাগুন হয়ে শান্তি হয়তো ।
জ্বালাতে হলে পাপকে জ্বেলো পাপীকে নয় ,
ভালোবাসায় দখল কর , পৃথিবী কর জয় ।
এখন এক উত্তাল সময় , আরও উত্তাল বাঁচার আন্দোলন,
শাসক , বিরোধীর রাজনীতি মাপতে মাপতেই –
অসময়েই থেমে যায় অমূল্য জীবনের আলোড়ন ।
অহেতুক মেঘভর্তি বৃষ্টিতে
স্তব্ধ জনজীবন , ক্ষেতে অনাসৃষ্টি ,
রাজ্পথে রক্তের স্রোত , চলায় অবরোধ ,
অনিবার্য্য ধংসের মুখোমুখি , কে করবে রোধ ?
তবুও একবুক ক্লান্তি নিয়ে হেঁটে চলছি রাজপথে-
অদম্য ইচ্ছা আর তোমাদের ভালোবাসার রথে,
হৃদয়ের ক্ষতে আমার ঝরছে রুধির ধারা –
নাই কোন ক্ষেদ , শুধু তোমরা বন্ধু দিও গো সাড়া ,
জাগরণের মহাপথে আমার পবিত্রের সন্ধান,
সবার তরেই কামনা শুধু গোধূলি বেলার প্রেমবন্ধন।
আমি সেই স্বরাজের পিয়াসী তাই একতার গান গাই ,
আমি সেই স্বরাজের অপেক্ষায় যেখানে অপমৃত্যু নাই ।
মিলনের মেলায় নতুন সূর্য আনবে কবে নবদিন –
সবার মুখেই মধুর হাসি কবে জীবন হবে রঙ্গিন ?
মসজিদ , মন্দির, গীর্জায় দেখবো নিস্পাপ ভক্তির টান –
বসে আছি জেগে মৃত্যুর আগে দেখবো ঐক্যতান ।