তুমি যে তেজস্বী, দুরন্ত,দুর্বার,
এ কালের অভিমন্যু,
লাখো মানুষের ভালোবাসা
রইল তোমার জন্য।
সপ্তরথী মিলে অন্যায় ভাবে
জয়ী দুর্যোধন,
তোমার বীরত্বে তেজস্বীতায়
মুগ্ধ ত্রিভুবন।
তবুও তোমার বীরত্ব কাহিনী
লেখা রবে ইতিহাসে,
ষড়যন্ত্রের শিকার ভোট-যুদ্ধে
নির্মম পরিহাসে।
ছল-চাতুরীতে হারালো যারা
তারা প্রকৃত নয় জয়ী,
প্রতি মানুষের অন্তর-দুর্গে
বীর অভিমন্যু, বিজয়ী।