সভ্য সমাজ আজ তোমাদের
একটা কথা বলি,
অসময়ে বাল্যবিয়ে
নিচ্ছে কেড়ে কলি!
কন্যাফুলে অপক্কতায়
বিয়ে দিলে পরে,
যাতনা আর দুঃখ সহে
অকালেতে ঝরে।
সবুর করো সচেতন হও
পেতে মিঠে ফলে,
জীবন মেয়ের ভরবে সুখে
সঠিক চিন্তা বলে।
বাল্য বিয়ে ভীষণ ব্যাধি
জীবন ছারখার করে,
কন্যারাও ধরছে জেহাদ
কু- প্রথা রোধ তরে।
বিয়ের যোগ্যা হলে কন্যার
বিয়ে খুশির হবে,
মেয়ের মুখে দেখলে হাসি
মনে সুখটা রবে।