চলতে চলতে চলতে…
সমুদ্রের পায়ে বালির ঢেউ গজিয়ে গেলো
আমার মৃন্ময় মনের অক্ষর অরণ্যের
একটিও চিন্ময়ী কবিতা পাপড়ি
পাঠক পাখনা পেলো না
জেগে জেগে ক্লান্ত হলো ক্লান্তিভুক রাত্রির ঘুম
আমার নিয়তি নদীর টানে
একটিও জোয়ার ক্ষেতে মোহনার বৃষ্টি এলো না
হতাশার দীর্ঘশ্বাসে পুড়ে যায় বসন্ত বীজ
আংশিক আশাদৃশ্য এঁকে নিই চকোরীয় চোখে
জীবনের হিমবাহ টুকরো টুকরো শোকে
ডুবে আছে বিচ্ছিন্ন বিষাদের জলে
যতটুকু দৃশ্যমান ভেঙে গড়ে’ সত্যবান
এসো সুখ সাবিত্রী নাড়াচাড়া করি