গরুর ছানা বাছুর সোনা
ওরে পালাস কেন ছুটে,
খাচ্ছিস দেখি কলা পাতা
প্রতিবেশীর মাচায় উঠে।
দেখতে পেলে বকবে কিন্তু
তোকে নিয়ে যাবে ধরে,
তখন যেন ডাকবি না আর
করুণ হাম্বা হাম্বা করে।
বাছুর দেখি বেজায় দুষ্টু
চুপিচুপি শুধু পালায়,
ফ্যান,ঘাস, ভুষি সবই তো খায়
তবুও কেন এত জ্বালায়!
কচি গাছের ডালগুলো যে
ভাঙে মরাৎ মরাৎ করে,
বাড়ির মালিক দেখতে পেলে
তোকে আটক করবে ঘরে।
বাছুর এবার কেঁদে বলে
ভুষি ,ঘাসে মনটা ভরে!
মাতৃদুগ্ধ খেতে দিলে
বাছুর থাকবে গোয়াল ঘরে।