বাইশে শ্রাবণ এলো বাঙালির ঘরে ঘরে
তাইতো বাঙালি কেঁদে ফেরে তোমায় স্মরণ করে।
তুমি তো শুধু কবি নও,নও ঔপন্যাসিক
তুমি হলে আপামর বাঙালির মনের ঠাকুর রবি।
চোখের জলে তোমায় স্মরি,হে বিশ্বকবি
কেন তুমি চলে গেলে এই ধরাধাম ছাড়ি।
তুমি যে মোদের প্রাণের কবি,তোমার সৃষ্টিতে
জানি তুমি আছো সবার মনের গভীরে।
বিশ্বকবি তোমায় স্মরি সারাটা দিন ধরে
কিন্তু তোমায় ভুলে যাই আগামীকাল এলে।
তোমায় নিয়ে কটুকথা বলেছিল কুজন লোকে
তুমি তাদের করলে ক্ষমা তোমার লেখা দিয়ে।
নাইট উপাধি ত্যাগিলে তুমি জালিয়ানওয়ালাবাগে
রাখিবন্ধন করলে তুমি বঙ্গভঙ্গের প্রতিবাদে।
স্বাধীনতায় তোমারও অবদান অনস্বীকার্য যে
স্বাধীন ভারত গেয়ে ওঠে,তাই তোমার লেখা গানে।
এশিয়াকে দেখালে তুমি, নোবেল যখন পেলে
হতে পারি দীন, নয় তো মোরা ক্ষুদ্র মোটেই।
সংস্কৃতি যে আমাদের মজ্জায় তাই তুমি শেখালে
তুমি হলে মোদের গর্ব, মোদের প্রাণের রবি।