বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ,
এই ভাষাতেই কথা বলি
গাই যে জয়ের গান।
বাংলা ভাষা রক্ষা তরে
কত তরুণ ভাই,
প্রাণ বলিদান দিয়ে লড়ে
যার তুলনা নাই।
দিন একুশে ফেব্রুয়ারি
তাঁদের স্মরণ হয়,
বীর বিক্রমে যুদ্ধ করে
আনলো যাঁরা জয়।
মোদের গরব মোদের ভাষা
হয় অমূল্য ধন,
শহিদ বীরের জয়ের গাঁথা
পরাক্রমী পণ।
বাংলা ভাষা মধুর ভাষা
সুবাসিত ঘ্রাণ,
ইউনেস্কো দেয় স্বীকৃতি তাই
ভাষার বিশ্ব মান।