বাংলা ভাষা বড়োই খাসা
বিশ্ব মাঝে সেরা,
মায়ের মায়া শীতল ছায়া
শহিদ স্মৃতি ঘেরা।
ভাষার তরে লড়াই করে
প্রাণটি দিলো যারা,
তাঁদের স্মৃতি অমর গীতি
শাশ্বত যে তাঁরা।
কূটকৌশলে বাংলার স্থলে
উর্দু কায়েম করতে,
ছাড়লো পাকে বুলেট ঝাঁকে
ফলে হলো মরতে।
মায়ের ভাষা ভালোবাসা
দামী প্রাণের চেয়ে,
রাখতে মানে প্রাণটা দানে
বুলেট বুকে খেয়ে।
আত্মদানে বাংলা আনে
পেলাম মাতৃ ভাষা,,
জীবন পণে দৃঢ়তা সনে
যুঝবো রাখছি আশা।