যেমন করে বাঁশির মায়ায় স্বপ্নে কিংবা জাগরণে,
স্নিগ্ধ আঁখির তুলির টানে কুয়াশা ছড়ায় উন্মাদনায়।
যেমন করে মেঘের নেশায় রহস্যচ্ছলে চাঁদ ঘুমায়,
মাতাল ঢংয়ে নৌকার পাল দোলে সীমাহীন অন্তরায়।
যেমন করে বকুল ঘ্রাণে ভালোবাসা সুবাস ছড়ায়,
আহ্লাদিত জ্যোৎস্নার অনিমেষ চুম্বনে শহর নিশ্চিন্তে ঘুমায়।
ঠিক তেমনি করেই, আদুরে বৃষ্টি নামে অভিমানী মাটির ইশারায়,
মাতাল করা স্পর্শের নীলখাম জমা থাকে স্বপনের চিলেকোঠায়।
তেমনি করেই গুনগুনিয়ে ভ্রমরও বুঝি প্রণয় গান গায়,
বাঁশির সুরে প্রাণের টানে বনের পাখি ফেরে কুলায়।
ভাবনাগুলো ঝরতে থাকে নিগূঢ় প্রেমের আল্পনায়
প্রেমের বাঁশির নেশায় মজে প্লাবিত আজ ধরার হৃদয়।