পথে পথে মেয়েটা ঘোরে
প্রায়ই দেখি তাকে বাজারে
থাকে উপোস জ্বরের ঘোরে
জড়িয়ে অঙ্গ ছেঁড়া কাপড়ে।
আছে শুধু তার প্রিয়কাঁথা
সে জানে এটাই তার ভালবাসা
খিদের জ্বালায় পেটে ব্যথা
মুখে নেই প্রতিবাদী ভাষা।
হয় না কেন সূর্য ওঠার দিন
দেখি জ্যোৎস্না ব্যথা মলিন।
তবে এই অন্ধ ভালবাসার দিন
নয় কি তা পাগলামি অর্থহীন?
জোনাকি ভরা তাদের বাসা
শেখায় না মিথ্যে ভালবাসা।
আজও থাকে সে অনাহারে
নিত্য দিন কাটে অন্ধকারে।
শিক্ষার আলো পৌঁছায়নি ঘরে
ভালবাসার দিন কি তারা ভাবতে পারে?