বিষাদ ছায়া এঁকে মুখে
বসন্ত কাল যাচ্ছে দুখে
বিদায়ী বীণ বাজে,
কৃষ্ণচূড়া পলাশ শিমুল
ফুটায় না তো আর কোন ফুল
ব্যথার অশ্রু সাজে।
চৈতি হাওয়া ভুবন জুড়ে
বসন্ত তায় পালায় দূরে
তপ্ত তপন হতে,
স্নিগ্ধ বায়ে সাঁঝের বেলা
মনের সুখে করে খেলা
নববর্ষের রথে।
মুমিন জনার মুখে হাসি
দেখে চাঁদের আলোক রাশি
রমজানের ওই ক্ষণে,
রোজা নামাজ সিয়াম নিয়ে
নিত্য মগ্ন যাদের হিয়ে
পাপ লাঘবের সনে।
রবের প্রতি আস্থা ভরে
রোজার নীতি পালন করে
কোরআন শরীফ পড়ে,
মনের কলুষ ঘুচলে সবে
দান- খয়রাতে দেয় যে তবে
ধনের জাকাত ভরে।