দোর খোল,দোর খোল
ভোর হলো চোখ মেলো
দেখ,দেখ বসন্ত এসেছে।
গাছ গাছে পাতা হাসে –
ফুলফোটে,পাখিগুলো প্রেমে মেতেছে,
আজ বুঝি অশান্ত মনে নিভন্ত প্রেম জেগেছে।
নিভৃত বাটে, রাঙা ঠোঁটে,ঠোঁটে চুম্বন জাগে,
এখনো ঘামে ভেজা ক্লান্ত,সংগ্রামে শ্রান্ত,প্রেমটুকু মাগে।
কি মিষ্টি,অপূর্ব সৃষ্টি আজকের সকাল,
মেঘগুলো ডানা মেলে নীলাকাশে, শান্তি অনন্তকাল।
ভোরের মাধুরী জীবনের আঙিনায় লাগছে,
প্রিয়ার নয়নে যেন স্বপ্ন ঝড়ে ঝড়ে পড়ছে।
দুবাহু বাড়ায়ে বুকেতে জড়ায়ে প্রেমে বিহ্বল
দেখ,দেখ নিষ্পাপ,সুন্দর প্রাণময় কল্লোল-
দিকে-দিকে ভ্যালেন্টাইন্স জাগায় হিল্লোল।