আয় বসন্ত রংয়ের ঢেউয়ে
লাল হলুদের পলাশ মোহে,
বন ময়ূরীর কেকা তানে
পিউ কাঁহার মিষ্টি গানে।
আয়রে অশোক শিমুল কিংশুক
রং বিলাসে ছড়িয়ে দে সুখ,
লাল লালে লাল আগুন লালে
নাচুক এ মন মাদল তালে।
ফাগুন হাওয়ার মাতাল সুরে
সাঁওতালিদের পাহাড় কোলে,
যা ছুটে যা অনেক দূরে
মহুয়া ঘ্রাণের নেশার দোলে।
আয় চলে আয় রাঙা পথে
খুশির দোলায় দোদুল সুখে
কৃষ্ণচূড়ার ফুল রথে
প্রেম মেখে নে তোর ঐ বুকে।
মর্মর পাতায় আবেগ ভারে
কিশলয়ের সুখ মাঝারে
নিধুবনে শ্যাম রাই সনে
খেল রে হোলি রঙ বাহারে।