বসন্তে এসেছিল পলাশ
খুশীর লাল রঙ নিয়ে,
বাতাস দিয়েছিল খবর
গভীর অনুরাগ নিয়ে।
সবুজ পাতা খুলল দুয়ার
মুকুলে এল কুঁড়ি,
বনানীতে যেন লাগল আগুন
রূপে আহা মরি।
বসন্তে এসেছিল পলাশ
খুশীর লাল রঙ নিয়ে,
বাতাস দিয়েছিল খবর
গভীর অনুরাগ নিয়ে।
সবুজ পাতা খুলল দুয়ার
মুকুলে এল কুঁড়ি,
বনানীতে যেন লাগল আগুন
রূপে আহা মরি।