আতরগন্ধী রাত্রি নামে,
পূর্ণিমারই রাত!
চলতে ফিরতে নিজেরসঙ্গে,
নিজেরই সংঘাত॥
রাত নামছে পলাশবনে,
রাত নামছে মাঠে!
পূর্ণিমা রাত হারিয়ে গেছে,
মরানদীর বঁাকে॥
জ্যোৎস্নামাখা ফাগুনরাতি,
পিউকঁাহা দের গানে,
বসন্তরাত প্রহরজাগে,
শালপিয়ালের বনে॥
দূরে,অনেক দূরে
বোধহয়,পলাশতলির গঁায়ে,
কোন সে মেয়ে প্রহরজাগে,
বাসন্তী গান গেয়ে!
ঝকঝকে চঁাদ আকাশ গাঙে
মুখ ডুবিয়ে ভাসে,
সুগন্ধীরাত গড়িয়ে নামে,
নরমসবুজ ঘাসে॥
রাত পোহালে সোনার আলোয়,
ভাসবে চতুর্দিক!
শালপিয়ালের বনের টোপর
রোদ্দুরে ঝিকমিক॥
সে কবেকার পরাণকথা,
সে কবেকার স্মৃতি,
ফাগুনরাতে পড়ছে মনে,
হারিয়ে ফেলা গীতি॥