এই রাস্তায় কোন ছায়া নেই
এই রাস্তায় কোন মায়া নেই
কারণ; এই রাস্তায় কোন প্রাণ নেই,
এই রাস্তায় অনেক গতি আছে
এই রাস্তায় অনেক ক্ষতি আছে
কারণ; এই রাস্তায় অনেক হিংসা কারী দানব আছে,
এই রাস্তায় কোন জ্যোৎস্না নেই
এই রাস্তায় কোন কল্পনা নেই;
এই রাস্তায় কোন সাবেকী আবেগ নেই
কারণ; এই রাস্তায় আজ আর বিবেক নেই,
এই রাস্তায় ছুটে চলে কত প্রাণী; কত জীব
তবু তারা আজও হয়নি সজীব
বেগতিক গতির ভারে সবাই অহেতুক উদগ্রীব
কারণ; এই রাস্তায় জীব নামের সবই অজীব,
এই রাস্তায় সমাধানের চেয়ে অপমান বেশি
এই রাস্তায় মিছিমিছি হয় শুধু বিবাদ থামানোর সালিশি
আমি যাব না ঐ রাস্তায়,আমি নামবো নর্দমায়
এই রাস্তার চেয়ে নর্দমাও ভালো
আমি নিশ্চিত। বলছি নির্দ্বিধায়।