টাপুর টুপুর বৃষ্টি ঝরে
টিনের চালে মধুর স্বরে
দারুণ রকম ছন্দ,
নালা ডোবায় ভেকেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙর তুলছে যে রব
লাগছে নাকো মন্দ।
ছেলে মেয়ে ছোট যারা
বৃষ্টি দেখে উছল তারা
মন টেকে না ঘরে,
ছলাৎ ছলাৎ শব্দ করে
বৃষ্টি ভিজে উঠোন পরে
নাচে খুশি ভরে।
বৃষ্টি মেখে কদম হাসে
ছড়ায় সুবাস রাশে রাশে
বাগে ভরা ফুলে,
চাঁদপানা মুখ ছোট্ট মেয়ে
তাইনা দেখে আসলো ধেয়ে
কোঁচড় ভরে তুলে।
বর্ষার রূপে মুগ্ধ কবি
কাব্য কথায় লেখেন সবই
ছন্দ মাত্রা সনে,
বৃষ্টি মেয়ের জল- নূপুরে
সপ্তবীণার সপ্ত সুরে
খুশির মাতন মনে।