পল্লী গাঁয়ে বর্ষা কালে
বৃষ্টি ধারা অঝোর ঢালে
কাঁদা ভরা মাঠে ঘাটে
গাঁয়ের মানুষ ত্রস্তে হাঁটে।
গাছ গাছালি ভিজে একসা
পাখপাখালির নীড়ে ভরসা,
গরু ছাগল মনের দুখে
শুকনো ঘাসই দিচ্ছে মুখে।
পদ্মদীঘির টলটলে জল
হংসদলের খুশি উছল,
মাছের খেলা খালে বিলে
ছেলেমেয়ে ধরছে মিলে।
নীল আকাশে বকের সারি
দূর অজানায় দিচ্ছে পাড়ি,
মাটি ভিজে হচ্ছে সরষ
চাষীর বুকে জাগে হরষ।
কচুপাতা মাথায় ধরে
ছোট্ট শিশু উঠোন পরে
খাতার পাতায় নৌকো গড়ে
ভাসায় জলে খুশি ভরে।
বাদল ধারা থামলে খানিক
উঁকি ঝুঁকি আলোর মানিক,
বৃষ্টি এলে গরিব দুখী
মনখারাপে বিষাদ মুখী।
ঝমঝমিয়ে বৃষ্টি আসে
শনের ফুটোয় ঘরটি ভাসে,
জড়োসড়ো দিশেহারা
বর্ষাকে ভয় করে তারা।
ভরা নদীর স্রোত ধারায়
মাঝির দলে নৌকো চালায়,
বৃষ্টি দিনে ইলিশ ভাজা
খিচুড়ি হলে মনটা তাজা।