বকের সারির সাথে এলো বর্ষারানি
সঙ্গে নিয়ে কাদম্বিনী কাজল বরণ
চরাচরে বারিধারা জলের সিঞ্চন
কদম্ব কেশর ঘ্রাণ আনে বর্ষা বাণী।
দামিনীর ঘন ঘন নভে ঝলকানি
গুরু গুরু ডাকে দেয়া বিরাজে শ্রাবণ
মেঘ মল্লারে ধরায় আঝোর ঝরন
বরিষণ মুখরিত মেঘ গজরানি।
নদী জল টলমল ছুটে চলে বেগে
মাঠ মাঝে কচি ধান দুলে উঠে জেগে।
বিহঙ্গ নিশ্চুপ বসে ভিজে বৃক্ষ শাখে
পাখসাট তুলে বক উড়ে চলে দূরে
শঙ্খচিল নদী বক্ষে ঘুরে ফিরে ডাকে
ভেক দল চলে থপ্ করে রব সুরে।