জল প্লাবনে বর্ষাবানে
প্রাণ চনমন হয় উচাটন
মনে শিহরণে ঘর দালানে
কত কাব্য বাদলগান।
ঐ যে যার ঘরেতে জল
মাটির দেয়াল গলে টলমল
ঝুড়ি মাথায় শেষ সম্বল
কোলেতে ছেলে চোখেতে জল।
কোথায় যাবে কোথায় পাবে, জলছাড়া ঘর খাবার জল।
চারদিকে তে ঘোলা জল
সাঁতরে সাঁতরে না পায় বল
সিঁদুর মাখা বেলপাতা ফুল
মরা বেড়াল জল কুলকুল।
শীতল শব শীতল জল
শিশুটি কাঁপে থর থর থর থর
শোনাবে কারে বর্ষাকাব্য
বর্ষামঙ্গল—– হা ঈশ্বর ।