সাতরঙ তো ছিলই,
নদীর নীল গভীরতায়
উদার বিশালতা –
প্রজাপতির বিচিত্র বর্ণ সমাহার,
তোমার অলক্ত পায়ের চাপে আরও বর্ণময়-
আমার ভূবন……
আমার জানা নেই-
ভালোবাসার জটিল স্বরলিপি,
তন্ময় পাঠমগ্ন আমার শিরা উপশিরা,
প্রাপ্তির ভাঁড়ার যেন শূন্য মরুভূমি।
ধূ ধূ বালিঝড় সামলে
ঠিক দাঁড়িয়ে থাকবে কল্পতরু,
জলতরঙ্গ সুরে বেদুইন অস্থিরতা
খুঁজে নেয় জীবনের রঙিন উচ্ছ্বাস,
ইন্দ্রজালের রঙ মুর্ছনায়…….