ঝুলে যাওয়া চোয়ালের আয়নায়
বয়সী কবিতার জন্ম হয়
অপেক্ষার গাছ থেকে উড়ে যায়
বিরক্ত বসন্তের বীজ
যাদের ছড়িয়েছিলাম প্রথম আলোর চোখে
একদিন আনন্দ- নদী হবো বলে’
শিশিরের শিরা ওঠা রাত ভেঙ্গে
শরতও ঝুলতে থাকে সংশয়ী ঝুলে
দুপুরের ঘুম এসে গিলে ফেলে
আমারই শ’য়ে শ’য়ে জন্মের সমুদ্র বিস্ময়
অথচ মনের উর্বশী বনে এক আরণ্যক কবি
অমলিন প্রেমের কবিতা বুনে যায়
দোটানার দোতারা টানে ভেসে আসে
শেকড়ের মেঘের পিপাসা
চেষ্টার হরমোন হূলে ডুবে গিয়ে
জেগে উঠি আর এক নতুন সিসিফাস