বন্ধু মানে কানাইবাঁশি পদ্ম বীজের মালা
শাপলা নালের সাতনরী হার রাজা রানী খেলা।
বর্ষা ভেজা খোয়াই টাঁড়ে কচুর পাতা মাথে
হারিয়ে যাওয়া বাদল দিনে, কুর্চি সুবাস সাথে।
বন্ধু মানে ভাদু টুসুয় একসাথে রাত জাগা
জাগরনের হুল্লোড়ে তে প্রাণের সুর সাধা।
বাঁধের জলে ভাসিয়ে টুসু মন কেমনের পালা
মকর পরব আনছে আবার আমোদেরই ডালা।
বন্ধু মানে ইতুর সরা,টুসুর চৌদল
নবান্নের সোনালী ধান আনন্দ ঝলমল।
পৌষ পাবনের খামার পূজার ডাক ধরানো তান আঁধার রাতের কথকতায় প্রাণ করে আনচান।
বন্ধু মানে খোলা আকাশে এক মুঠো রোদ্দুর
মনখারাপী বিষাদ দিনে ভালোবাসার সুর। আড়িভাবের খুনসুটি আর মন্দ ভালো তান
দূর করানোর জীবন পথে ভগবানের দান।