বন্ধু মানে হাসি খুশি
অতুল বিশ্বাস মনের মিল,
খুনসুটি আর রাগ অনুরাগ
দুটি কায়ায় একই দিল।
আনন্দ প্রাণ উজাড় করা
সুখ ও দুঃখ বেদন ভার,
একে অন্যে পরস্পরের
ভাগ করে নেয় জয় বা হার।
বন্ধু হলো পারাবারের
উথাল পাথাল উছল ঢেউ,
সারা জীবন পাশে থাকা
মনের মতো আপন কেউ।
বন্ধু মানেই এক থালাতে
আমোদ করে খুব খাওয়া,
একটু খানি দেওয়ার মাঝে
অনেক খানি যে পাওয়া।
বন্ধু যে হয় আশার প্রদীপ
প্রজ্জ্বলিত সদাই রয়,
আপদ বিপদ অন্ধকারে
হাত ধরে কয় নেইকো ভয়।