বন্ধু আমার পরম সাথী
সুখে দুখে রয় পাশে,
বিপদ বাঁধা আসলে পরে
সাহস রেখে সব নাশে।
আলুভাতে বেগুন পোড়া
খেতাম দুজন এক পাতে,
ঝড়ের দিনে আম কুড়োনো
দারুণ খুশি মন তাতে।
চড়ক পূজা রথের মেলায়
হাওয়া মিঠাই পেলেই খাই,
জিলিপী আর খাজা পেলে
মোদের খুশির সীমা নাই।
পরীক্ষাটা দিতে যবে
ভয়ে কাঁপতো আমার বুক,
বন্ধু তখন সাহস দিতে
নির্ভয়ে মোর হাসি মুখ।
বন্ধুত্ব যে আজও অটুট
যতোই গড়াক বছর মাস,
আসা- যাওয়া আলাপনে
দিব্যি সুখে করছি বাস।