বন্ধুরা , ঘুরে আসি হাঁটা পথ
কে বলেছে নিভে যায় যৌবন !
ইচ্ছের পাতা ওড়ে পত্ পত্
বলিরেখা পেরোলেই মৌ-বন ।
বন্ধুরা এলে , ঢেউ সাগরে
বয়সেরা ঝরে পড়ে টুপটাপ ,
ঢেউ এসে মুছে দেয় আদরে
যত সব অসুখের অভিশাপ ।
বন্ধুর ডাক শুনে , বন্ধুর
জীবনের মূলে ফোটে জুঁই ফুল ,
সংযমী শোকে থাকা বিন্দুর
টপাটপ মুখে বাড়ে টোপাকুল ।
বন্ধুরা মিলে গেলে সাহারায়
জেগে ওঠে মনে মন ব্যাবিলন ,
মৌটুসী মেঘে নদী বিছানায়
নদী জলে সুখ ভাসে সনাতন ।