বন্ধুত্বটা যখন আলগা আলগা হতে হতে মতান্তরে
গিয়ে পৌঁছায় তখন নদী ভাঙনের স্বপ্ন দেখি
মোমের মতো নিঃস্ব হতে হতে আড়ালে
ভিজে ওঠে দু’চোখ
বিষাদের ছায়ালোকে ডুবে থাকা মনটাও
যেন তখন খুবই সন্দিগ্ধ হয়ে ওঠে
তবুও অপেক্ষা করে থাকি আমি চাতকের মতো
অপেক্ষা করে আছি আজও কখন মতান্তরটা ঘুচবে
আমার উৎকন্ঠা দীর্ঘ হতে হতে এক সময়
আমাদের পুরনো সেই সম্পর্কের সাঁকোর
মাঝের ভাঙা রেলিংএ গিয়ে থামে
কিছুতেই সাঁকো পেরোতে পারে না আর
বন্ধুত্বটা মতান্তর থেকে হয়তো মনান্তরেই চলে যেত
তবুও হয়তো বিশ্বাসটা তীব্র ছিল
মন না ভেঙে ভুল ভাঙানোর
আর নিজেদের পুনর্নির্মাণের
আমি আজও সেই সন্ধিক্ষণেরই অপেক্ষায় আছি
অপেক্ষায় আছি’আলিঙ্গনে ফিরে যেতে’ দ্বিধাহীন
আসলে সমর্পণের নিমিত্ত সমর্পণ না হলে
শুধু বন্ধুত্ব কেন, কোন সম্পর্কই টিকে থাকে না কোনদিন
আগেও কখনও থাকেনি, এখনও নয় ।