ছন্দিত লয়ে জীবনের জয়ে
চলিতে সবার বাসনা,
মনে ভরা আশা বাসা বাঁধে খাসা
সফল পুরিলে কামনা।
দিশারী তাহারা শত কবি যারা
বঙ্গ মাতার রত্ন,
শক্তি সুনীল শঙ্খেরে ঘিরে
কাব্য পাঠেতে যত্ন।
সাম্যের গানে বিদ্রোহের তানে
নজরুল ছেয়ে আছে,
শঙ্খচিলেরা রূপসার ঘাটে
জীবনানন্দে বাঁচে।
কত শত কবি হেম মধু রবি
মধুর ছন্দে পদ্যে,
সুধা ভরা সৃষ্টি রাখিলো কৃষ্টি
কাব্য কবিতা গদ্যে।
বঙ্গ মাতার চরণে আর্তি
পদরেনু তাঁর চুমি,
বন্দিত ক্ষণ ছন্দিত মন
দানিও সবারে তুমি।