দুই বছরের বদ্ধ এই জীবন
ভাঙতে চাইছে এবার এ মন।
ঘরে থাকতে চাইছে না আর
উড়ে বেড়াবার ইচ্ছা যে তার।
মনটা নিয়েই যত ঝামেলা
ঘরে থেকে যত যন্ত্রণা জ্বালা।
বারে বারে তাই হচ্ছে বিদ্রোহী
কতদিন আর এই জ্বালা সহি।
বাইরে বেড়িয়ে খোলা আকাশে
ডানা মেলে উড়ে যাবার আশে।
ভেঙে ফেলে দিতে চায় সব বেড়ি
বাঁধা নিয়মের তোয়াক্কা না করি।
খোলা আকাশ ডাকছে মনটাকে
বেঁধে রেখেছি শৃঙ্খলে তাকে।
খুলে দাও এই বন্ধন শৃঙ্খল
বলছে বারে বারে সে, হয়ে চঞ্চল।
মনের কাছে হেরে যেতে তো ইচ্ছা হয়
কিন্তু কোথাও, পাই যে বড় ভয়।
সবই জানি একদিন হবে শেষ
যেদিন এক নতুন পৃথিবীর হবে প্রবেশ।।