বদলাচ্ছে সবকিছুই জীবন থেকে জীবনযাত্রা
দ্রুত পায়ে হাঁটছে সময়,
দৌড়াচ্ছে ভবিষ্যৎ ছোঁয়ার নেশায়,
এক চিলতে ঘর পোষাক বদলে
আজ হয়ে উঠেছে মস্ত ফ্ল্যাট,
ভাঙাচোরা তক্তপোশ জানে
ফেলে আসা পথের প্রতিটি ধূলকণা
মজুর, মুটে ও কুলি—
অথচ রং করা চামড়ার সকল আবরণ খুলে
আমি আজ আলোর জোনাকি সেজেছি,
ক্লেদের মত অন্ধকার প্রেমের পাশে
চিতা হয়েছে আমার সংরক্ত আত্মা,
দুটো একটা সভ্যতা ধুলোর শরীর নিয়ে আজও
বসে আছে আমার শিওরে,
ভাঙ্গা জানালার গ্রিলে টাঙিয়ে রাখা অভিজাত তৃষ্ণার স্রোতও আজ বদলেছে বিমর্ষ শুষ্ক জলবায়ুতে,
বিখ্যাত গুহাচিত্রের আদলে
প্রাচীন মেঘের ধ্বংসস্তূপ আজ
ঝরে পড়ছে বুকের প্রপাত হয়ে—
আর সংহত শরীরের আস্বাদ জৌলুস হারিয়ে
জটিল ষড়যন্ত্রের আবর্তনে দিশেহারা
ভোল বদলে তাতেও আজ অসুখের ছাপ,
পড়ে আছে বাহারি ব্যালকনি অথবা
ড্রয়িং রুমের এক কোণে ডেনিম শার্টের ওষ্ঠ ছুঁয়ে।