রাত আকাশ থেকে নামে
বকপাখি,ডানায় তৃষ্ণা নদী
নেমে আসে অন্ধকার ঘাসে
আমার নির্ঘুম স্বপ্নে
করব থেকে খুড়ে বার করে যত্নের দীর্ঘশ্বাস
এখন গ্রীষ্মের নদী
পেটে বড়ো হয় আকাশ,সূর্য, বাতাস
ছায়ার চরে ছুটে আসে
কুকুরের বাচ্চা, তুলসী গাছ টা
দুহাত তুলে জলের খোঁজে
আমার বক ইচ্ছে,দীর্ঘশ্বাস
শরীর থেকে গড়িয়ে নামে
যেতে চাই,তবু যাওয়া হয় না