সবাই শব্দ-ফুল খুঁজে খুঁজে গাঁথে মালা,
টগর-বেলি, মল্লিকা যূঁথি, সবই একসাথে!
শব্দের জগতে নেই, বিভেদ বিদ্বেষ!
স্বর ও ব্যঞ্জন মিলে একসাথে গড়ে ওঠে
শব্দ-মহাদেশ!
দেখি যত মালাকারগণ,
শব্দের জগতে তারা ছড়ায় বিদ্বেষ!
বিষ ঢালে ফুলেদের বনে,
বিষ ঢালে ফুলেদের কানে!
বিভেদ প্রাচীর তোলে
ফুলের প্রাঙ্গণ তলে
ফুলেদের আঙ্গিনায়!
বিবর্ণ মালা সব অকালেই
ঝরে যায়,
ফুলেদের দুনিয়ায়;