ফিরে আসে আবার পুরনো তুফান
ফিরে আসে আবার সেই ডুবে যাওয়া অভিমান
জেগে জেগে সেজে উঠে সেই নকল ভগবান
হাসিয়েছে; ভাসিয়েছে; কাঁদিয়েছে বারংবার আমায় এই অভিজ্ঞান।
ফিরে আসে আবার; বহুবার চোখে দেখা সেই অভিনেতা
ফেলেছে আমার চোখের জল, প্রতি পদে পদে করেছে সে ছল
ব্যথা ভরা জীবনে রয়েছে সযত্নে সেই অভিজ্ঞতা
সকল আলোচনা; সকল সমালোচনা;সব ছিল তাদের অনুকূলে
সত্যের প্রকাশ্য সমাবেশ কঠিন করেছিল আমার বাঁচার পরিবেশ
আমি একা পড়ে পড়ে কাঁদি সহজে প্রতিকূলে
আমি দুর্বল হতে আরো দুর্বল হয়ে পড়ি অশুভ কামনার লোকও বলে।
ফিরে আসে আবার সেই আবর্জনার ঘনীভূত স্তূপ
ফিরে আসে যেন সেই প্রাণে নাসের হুমকির বংশদ্ভুত
চুপ থাকা পৃথিবী আমাকে দেখেছিল কভু
আমি বারবার ফিরে পাই অপমানের দেশলাই
নিঃসঙ্গ বাতাস আমায় পাহারা দেয় তবু,
ফিরে আসে দানবের মানবতায় নির্মিত যা আগ্রাসনের সমান
হাসিমুখে যে দেয় বিজ্ঞাপন বিধ্বংসী মানবতাই মহান
ফিরে আসে বারবার সেই তিরস্কারের আবিষ্কার
এনাদের আবির্ভাব বলেছিল কিছু কথা; যেন শেষ সীমানার দুর্বার
ফিরে আসে গহীন কালো রাতে গৃহত্যাগের হুংকার
আমি তবু দেখায় সাহস করি প্রার্থনা বারে বারে বাঁচবার।