অবেলা বৃষ্টি আজি ভিজে সারা ধরা
পল্লব দলে আজি বারি ধারা স্নানে,
অকালে শীতের বোধ দেহমনে ভরা।
গবাদি পশুরা ভিজে চুপে রয় ম্লানে
সোঁদা সোঁদা গন্ধে তে নাকে এসে লাগে,
হাস্নুহানা গন্ধে সুবাসের ঘ্রাণে ।
পুকুরেতে জল খেলা শতদলে জাগে
হাল হাতে তরী বায় ভাটিয়ালি গানে,
আহ্লাদে পাখিকুল দূর নভে ভাগে।
বন্যাতে প্লাবন যে ধায় গ্রাম পানে
হাহাকারে কান্না তে গেল গেল রবে,
পরিত্রাণের আশা প্রভু আছে জানে।
প্রকৃতি খেলা করে সাধু সাধু হবে
পরিবর্তন মাঝে ফাগুন যে আসে,
রক্তিম রঙে খেলা সুন্দর ভবে
বসন্ত জাগ্রত ফাগুনের মাসে।