ফারাকটা তো ফারাক-ই,
যেমন – তোর আর আমার মধ্যে ফারাক,
থৈ থৈ জোছনায় ওঠা যেন কোনো অতলান্তিক ঝড়
আর চোখের আড়ালে কোনো জেগে ওঠা নদী
প্রচন্ড পিপাসার্ত হয়েও ভিড় জমায় ভর দুপুরে
এপাড়া-ওপাড়ার কোনো বন্ধ্যা গলির মোড়ে,
নয়তো কোনো এক শরতের অনন্ত নীল ভোরে
তিলে তিলে গড়ে ওঠা দুঃস্বপ্নের নকশীকাঁথার মাঠে।
স্বপ্নগুলোও আজ কাটাচ্ছে জীবন
হয় নেশাগ্রস্ত, নয় রোগগ্রস্ত জমকালো আয়োজনে।
তবুও , ফারাকটা তো ফারাক-ই।
ফোনের রং নাম্বার অথবা স্টেশনের ভুল প্লাটফর্ম
অতিক্রম করে জীবন হাতড়ে ফেরে
এই শহরের কোলে ,,,
ফুটপাতের হাঁটুজলে,,,
না বলে কয়ে আসা কোন এক আষাঢ়ে গল্পে-কল্পে
নিজেকে খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলে নির্জনতায়,
তবুও, ফারাকটা রয়েই যায় একাদশীর চাঁদ হয়ে,
আর কেউ অপেক্ষায় থাকে বৈশাখের ঝড়ো সন্ধ্যার।