দুর্গন্ধময় পৃথিবীতে সুগন্ধ খুঁজেই মলাম
একবুক তৃষ্ণামেটাতে ছুটেছি নদী থেকে সাগরে
সান্ত্বনা পেতে তন্ন-তন্ন উজাড় করেছি কত প্রেমময় বুক
মিথ্যার বেসাতিতে পাইনি সুখ একফোঁটাও,ঠকতে-ঠকতে –
আজ উল্টে গেছে জীবনের ধারাপাত।
শেষ আশ্রয়স্থলের মাস্তুল ভেঙে দিয়ে –
চলে গেছে জন্মসূত্রের গর্ভধারিনী নিঃসাড়ে,
আত্মজন শব্দটি আজ হাসিহীন,অর্থহীন । মন্থর, ক্লান্ত সময় –
বিধাতার বিধান খোঁজে ভাগ্যললাটের শুস্ক মগডালে।
জীবন সাড়ে তিন হাত জমির অধিকারে পর্চা ঘাঁটে।
ঘুমখুঁজি ঘরের আনাচে-কানাচে, পড়ে থাকে পিছুডাক
চৌরাস্তার গুমটি উল্টে-পাল্টে কাঁদে,নিসর্গ ডাকে অবসর।
দুর্গন্ধে দমবন্ধ , বিদায় ব্যাথায় অস্বাচ্ছন্দ পথচলা
ব্যাকুলতা,আকুলতা নিঃস্বতায় দুহাত বাড়াই
অবলম্বন-অবলম্বন শুধুই আত্মচিৎকারে বহুধা প্রাণান্তকর।
আলোহীন আঁধারে পথচলা দুস্কর
কপাটেতে মাথা কুটি চারিধারে তস্কর
জোনাকির সহানুভূতি মুঠো ভরে দেয় আলো
শব্দের বায়নায় রব ওঠে- গেল-গেল,সব গেল
ভীতি-ত্রাসে অসহায়, মুখে বলে সব ভালো।