মায়ের মতো প্রেরণা আর কেবা পারে দিতে?
আশা দিয়ে জোগান মাতা সাহস আমার চিতে।
ভবের মাঝে এলাম আমি শুধুই মায়ের জন্য,
মাতৃস্নেহ, স্তন্যসুধায় জীবন হলো ধন্য।
বিপদ বালাই হতে মাতা আগলে রাখেন বুকে,
অসুখ বিসুখ হলে পরে কাতর যে হন দুখে।
হাতেখড়ি স্বরবর্ণেতে বসে মায়ের কোলে,
মধুর শৈশব মনে হলে মনটা আজো দোলে।
ঝড় বাদলে ভয়টা পেলে জড়াতো মা হেসে,
মন ভোলাতে নিয়ে যেতো রূপকথার সেই দেশে।
মায়ের স্নেহের নেই তুলনা অন্য কারো সাথে,
আশিষ ধারা রাখেন সদা ছেলেমেয়ের মাথে।
আমার মাতা ভুবন সেরা বলেই আমি জানি,
জীবন পথে চলতে শেখা মায়ের দানে মানি।
মায়ের সেবা করবো বলে আশা ছিলো মনে,
নিয়তি যে কাড়লো মাকে মন্দ ভাগ্যের সনে।
যেথায় আছো তুমি মাগো থেকো শান্তি ভরে,
যেথায় তাকাই তোমার স্মৃতি ব্যথার অশ্রু ঝরে।
জনম জনম তোমার কোলে ফিরে যেন আসি,
জানি মাগো পাব সদা তোমার আশিষ রাশি।