রোজ রাতে ফিরে আসি
শূন্য ভিক্ষাপাত্র নিয়ে
পরে থাকে অনন্ত শূন্যতা ও চাপচাপ কালি
অথচ রোজ তুমি চোখের মদিরায়
ডাকো হাতছানি দিয়ে
ছুটে যাই পূর্ণ মিলনের অপেক্ষায়
রোজ রাতে ফিরে আসি
শূন্য ভিক্ষাপাত্র নিয়ে
রূপের হাটেতে তুমি ক্রাউন পাও
তোমার স্বপ্নের স্কুলে ফুটন্ত কুঁড়ির মাঝে
জীবন্ত গোলাপ হয়ে ফুটে থাকো
তুমি হাসো, নাচো, ইশারায় ডাকো বারবার
রোজ রাতে ফিরে আসি
শূন্য ভিক্ষাপাত্র নিয়ে
পুনর্বার
কত স্বপ্ন দেখি, ছবি আঁকি
রোজ ছুটে যাই ভিক্ষাপাত্র হাতে
প্রেম কি ভিক্ষা পাওয়ার?
প্রেম তো দখলের অধিকার
আর শূন্য নয়
পূর্ণ ভিক্ষাপাত্র নিয়ে
সময় হয়েছে ফিরে যাওয়ার।