তোমাকে খুঁজে ফিরি শঙ্খ ঘোষের প্রেমের কবিতার মাঝে
তন্নতন্ন করে প্রতিটি ছন্দ উপমার অর্থ খুঁজে চলেছি সেই কবে থেকে
তোমাকে খুঁজি চরম বস্তুবাদী চার্বাক দর্শনের পাতায় পাতায়
নিরীশ্বরবাদী কামনার ছত্রছায়ায় ঐশ্বরিক প্রেম আজ অসহায়।
চরম ছলনাময়ী এই ধরামাঝে তুমি এখনও অধরা,
তাই তোমাকে খুঁজি ভোরের স্নিগ্ধতায়, সকালের কুয়াশার অন্তরালে
তোমাকে খুঁজি বর্ষার প্রথম বৃষ্টির তির্যক ঝাপটায়।
তোমাকে খুঁজি আলোর উজ্জ্বলতায়, অন্ধকারের নিঃসীম গহীনে।
চমকিত হই