জীর্ণ পাঁচিলের গায়ে বর্ষায় জমেছিল শ্যাওলা।
হাল্কা চিড় ধরেছিল যদিও গুরুত্ব তেমন ছিলনা
প্রেমের জোয়ারে ভেসেছিল শরীর বিছিয়ে
নব বর্ষায় ভাসিয়েছিল দুটি মন ভিজিয়ে।
মুহূর্তের স্খলনে পূর্ণতায় ভরেছিল ধারণে।
শাসনের বেড়াজাল করেছিল অতিক্রম
প্রেমের উদ্দামতা গড়েছিল অবাধ্য কারণে
দুটি প্রস্ফুটিত হৃদয়ে অন্ধ নির্জন সঙ্গমে।
শ্যাওলার ঘন সবুজের নীচে ফাটল ছিল সূক্ষ্ম
বর্ষা শেষে মলিন হলো প্রখর তেজে হলো রুক্ষ।
সবুজে পড়লো অবাক দৈন্যতা নির্জীব শিথিলতায়
পাঁচিলের ফাটল সূক্ষ্ম থেকে বাড়লো গভীরতায়।