তুমি চাইলেই –
আকাশের কাছ থেকে সব রঙ এনে
সাজাবো জীবনের বাসর ঘর।
যেখানে থাকবে প্রিয় তোমার -আমার
মিলনের সুর,
ভুলে যাবো শতো কোলাহল আর
অপাংতেয় কথন।
শুধুই থাকবে মিলন বীণার মোহনীয় সুর-
ভালবাসবে আর ভালোবেসে যাবো
লুফে নেবো রাজ্যের সূখ।
হেলেনের ট্রয় ভাঙা শহরের মতো ভাঙতে
চাইনা,
চাই জীবনের সূখপাখি হয়ে বসতির কোনে
বাসা গড়তে।
তুমি চাইলেই পারি সব-
প্রিয়তম।