সন্ধ্যা জানে বিষণ্ণতার মানে
আঁধার মাঝে যখন রাজে,
জ্যোৎস্না ধারায় তাইতো হারায়
আনন্দ গানে উচ্ছল প্রাণে।
মাঠে ঘাটে বিজন বাটে
একাকী কাটায় যখন তমসায়,
বিহ্বলতা ছায় থাকে অসহায়
নীরব যন্ত্রণায় প্রহর কাটে।
সন্ধ্যা জানে বিষণ্ণতার মানে
আঁধার মাঝে যখন রাজে,
জ্যোৎস্না ধারায় তাইতো হারায়
আনন্দ গানে উচ্ছল প্রাণে।
মাঠে ঘাটে বিজন বাটে
একাকী কাটায় যখন তমসায়,
বিহ্বলতা ছায় থাকে অসহায়
নীরব যন্ত্রণায় প্রহর কাটে।