ঈদের খুশি. সবার ঘরে
দেখে বাঁকা চাঁদ,
ভালোবাসা আশা ভরসা
বাজে সানাই নাদ।
নতুন জামা নতুন টুপি
গরিব জনে দাও,
খুশির হাসি উঠুক ফুটে
ভালোবাসা নাও।
ভেদাভেদে মনে কষ্ট
করো সবাই পণ,
আলিঙ্গনে জড়ায় ধরো
মাতবে সর্ব জন।
দানের মাঝে জয় যে আসবে
ঈদ মোবারক ভাই,
দ্বন্দ্ব বিবাদ ঝগড়া ঝাটি
তুলে রাখা চাই।
দীন দরিদ্রে অন্ন দিলে
প্রভু খুশি হয়,
নামাজ পাঠে মেলে শান্তি
করবে মন যে জয়।