পূর্ব আকাশ লাল আবিরে,
ভরে গেছে আজি।
উঠছে হোথায় আলো জ্বালি,
দেব দিবাকর সাজি।
কানন আজি ফুলে ফুলে,
গন্ধ ছড়ায় বায়ে।
বাইবে তরী মাঝি যে তাই,
চললো আপন নায়ে।
কূজনগীতে ভরলো ভূবন,
হরবোলা সে আজি।
সে গান শুনে আনন্দেতে,
বাইছে তরী মাঝি।
মৌমাছিরা গুনগুনিয়ে ,
ফুলের ‘ পরে বনে।
আলাপনে ব্যস্ত যেন,
ফুল প্রেমিকার সনে।
গৃহকর্মে বধূরা সব ,
লাগছে কোমর বেঁধে।
সকাল সকাল সকলকে সে,
খেতে দেবে রেঁধে।
কৃষক চলে লাঙ্গল কাঁধে,
চষবে জমি বলে।
ফলবে সোনা খেতের ‘ পরে,
চষার গুণে হলে।