হে বীর সন্ন্যাসী, তুমি মুক্তির অগ্রদূত
তোমার সুধাময় অমৃত বাণী
সমাজ দর্শনে বিশ্ব মাঝারে
জয় করেছে সকল অস্পৃশ্য – অচ্ছুৎ।
বিশ্বসভায় নিয়েছো স্থান, জাগিয়েছো বিবেক
দিয়েছো শান্তির বার্তা, শুনিয়েছো নবজাগরণের বাণী
ভারতবাসীকে জাগিয়েছো তুমি
ছুঁয়েছ মুচি-মেথরের আবেগ।
ভারতবাসীকে করেছো উদ্ধার, দিয়েছো শ্রেষ্ঠ আসন,
সচ্চিদানন্দ জ্ঞানময় তুমি চিদাম্বরম মহীয়ান।
শিবজ্ঞানে জীবসেবায় ব্রতী তুমি মহাপরিব্রাজক,
পরমশিষ্য শ্রীরামকৃষ্ণের, ভগিনী নিবেদিতার আরাধ্য প্রাণ।
শ্রদ্ধা সতত –
নতুন ভারত গড়তে তুমি যুবসমাজের অগ্রণী
মৃত্যু করেনি স্পর্শ তোমায় ,
উদাত্ত কণ্ঠে শোনাও বেদান্তের বাণী।
সন্ন্যাসীবেশে বিশ্বভ্রমণে, চৈতন্য সাজে সমর্পিত প্রাণ
তৃষ্ণা মেটায় অতৃপ্ত নয়ন,
ভক্তিকর হস্তে করি তোমার স্মৃতি দর্শন।
আর্ত ভারতবাসীর হৃদয়ের জীবন্ত বিগ্রহ তুমি
গরিব-দুঃখীদের দিয়েছো সম্মান,
মহাজ্ঞানী তুমি তোমারি স্মরণে ধন্য এ জীবন।
তোমার আলোকে দীপ্ত তুমি, দিব্য, সৌম্য তুমি
ভারতবাসীর বিবেকের বিবেকানন্দ তুমি
চির উজ্জ্বল ,চির বিদ্যমান তোমারে নমি।