কর্ম যদি হয় ভালো
জীবন হয় সুন্দর,
সুখী হয় জীবন
শান্তি মিলে মনের।
জন্ম হোক কুঁড়ে ঘরে
সুন্দর হলে অন্তর
জীর্ণ শীর্ণ সংসারে
জমে সুখের খবর।
ধনীর ঘরে জনম হলে
সবাই কি হয় সুখী?
থেকে মুখোশের আড়ালে
কত যে মানুষ দুখী।
মুখোশের আজ কদর
তাই মুখোশ পড়ে
গরীব বলে সব নিরক্ষর
এমন তো নয় ওরে।
বজায় রেখে নিজ ধর্ম
জ্বেলে মনের আলো
বর্জন করে হীন কর্ম
আঁধারে প্রদীপ জ্বালো।