প্রেমের আছে শতেক কাহন
অব্যক্ত অনুপম শিহরণ !
ফেলে আসা সেই মেয়েবেলা
অনুরাগে ভাসায় স্মৃতি-ভেলা
বোধের দু’য়ারে ফেলে জং
প্রেমানুভূতির প্রজাপতি রং
যেমন ছিলো বিল্বমঙ্গল !
এক সাগর প্রেম ছিলো সম্বল
সাপকে ভাবে রজ্জু বলে
মায়াবী প্রেমের কুহক ছলে
দ্বিধা— -দ্বন্দ্ব সব যায় ভুলে
প্রথম প্রেমের কদমফুলে
মিলনের আকুল তিয়াস
রজনীর কোলে প্রেমের রাস