কিছু স্বত্ব থাক না অসংরক্ষিতই
যা তোমার ছিল তা তো তোমারই
আর আমার কিছু ও তোমায় দেবার নয়
তবে মিছে কেন ভয়
এত সংশয়!
মুক্ত হোক মলিনতা
দূর হোক তব মূঢ় তা
লেখনী যদি শিল্প হয়
কেন এই অসহায়তা?
মিছে দর্প মিছে অহংকার
যা তোমার আছে তা আছে সবার।
বন্ধ কর অশুভ দ্বন্দ্ব
জয় কর তব প্রতিবন্ধ।
কর উন্মোচিত আলোর দুয়ার
প্রাণে হও বিকশিত মনেতে উদার।।