প্রত্যাখ্যানের আগুনে আটকে উন্নয়ন
প্রতিনিধি: দাদা এবার ভোটটা আমাদের দেবেন দয়া করে। উন্নয়ন অনেক হয়েছে, আরও হবে। রাস্তাঘাট, জল, লাইট, বিনামূল্যে রেশন, স্বাস্থ্য পরিষেবা….. আরও অনেক কাজ বাকি আছে। যদি সুযোগ করে দেন।
জনৈক: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমি এই এলাকার বাসিন্দা গত সাত বছর ধরে। যেতে আসতে দেখি, অনেক জায়গার উন্নতি হয়েছে।
প্রতিনিধি: তাই তো বলছিলাম….
জনৈক: শেষ অবধি শুনুন, আপনাদের পঞ্চায়েত সদস্য এখন শ্রীমান দেবদাস। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা এখনও ভোলেননি। চোখের উপর ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সংসার করতে দেখে, শ্রীমান রাজনীতিক কম, দেবদাস বেশী হয়ে গেছেন। যে এলাকায় ওনাকে প্রত্যাখ্যাত শ্রীমতি থাকেন, গত সাত বছর সব জায়গার উন্নয়ন হলেও, এই তল্লাটে উন্নয়নের এক কণা বালিও এসে পড়েনি। উনি এলাকায় পরের সংসার ভাঙতে আসেন, পুজোর প্রসাদ খেতে আসেন, বিচার করতে আসেন; কিন্তু উন্নয়ন করতে আসেন না। ভুক্তভোগী এই জায়গাটুকু র মানুষ। এরপরও বলবেন, আপনাদের দেখতে?