নিঃশ্বাস নিতে কষ্ট হয় আজকাল, কেমন যেন দমবন্ধ লাগে।
জানালাগুলো কে সশব্দে খুলে ফেলেও !!
সস্তি নেই কোনো, বাতাসে লাশের গন্ধ ভাসে,
কন্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে ক্রমশ,
কানে ভেসে আসে অকাল বৃষ্টির শব্দ,
ডানাভাঙা পাখির নিঃসঙ্গ পালকে ছুঁয়ে যায়-
এক অদ্ভুত আলোর মায়াজাল।
মরীচিকার পেছনে ঘোরে ,জমে থাকা নীলচে বসন্ত।
ধমনীতে শুষে নেওয়া শেষ রক্তবিন্দু,
নেচে ওঠে অকারণ পুলকে,
শেষবারের মতো বিদ্রোহী হয়ে ছিনিয়ে আনতে যায় মুক্তি।
অহেতুক দোহাই দেওয়া সোনার স্বপ্ন বাসর,
পরিণত হয় মিথ্যার নাগপাশে।
নিঃসঙ্গ দিনযাপনে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়
অন্তর।
উদার আকাশ থেকে ভেসে আসে মুক্তির আহ্বান।
নীলসাদা মেঘের বিছানায়,
পাশ ফিরে অপেক্ষমান…পুর্নজন্মের।
ঠিকানা পাল্টে গেছে অবশেষে…
বিদায়ী ভোরে আমাকে খুঁজে নিও,
না ফেরার দেশে।